শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ০৮:৩০ পূর্বাহ্ন
ভয়েস অফ সুন্দরবন।।
জমি ক্রয়ের নামে শ্যামনগরের এক প্রবাসীর নিকট থেকে টাকা হাতিয়ে নিল সরোয়ার নামের এক ব্যক্তি। এদিকে এ টাকা উদ্ধারের লক্ষ্যে উক্ত সরোয়ার সহ কয়েকজনের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরী করা হয়।
শ্যামনগর ঈশ্বরীপুর এলাকার মালয়েশিয়া প্রবাসী আব্দুল কাদের বলেন, ঢাকার গাজীপুরে জমি কেনার লক্ষ্যে আমাদের পূর্ব পরিচিত, শ্রীপুর উপজেলার এমসি বাজারে এলাকার সোবহান শিকদারের পুত্র সরোয়ার শিকদার আমার নিকট হইতে ৫ লক্ষ টাকা, ও আমার বন্ধু মোঃ রুহুল আমিন প্রবাসী এর নিকট থেকে ১২ লক্ষ টাকা মোট ১৭ লক্ষ টাকা সরোয়ার শিকদার গাজীপুরে জমি ক্রয় করার লক্ষ্যে আমাদের নিকট থেকে নেয়। আমরা মাস খানিক পরে জানতে পারি সরোয়ার শিকদার আমাদের নামে জমি ক্রয় না করে তার স্ত্রীর নামে উক্ত টাকা দিয়ে জমি ক্রয় করে, পরে আমরা টাকা চাইতে গেলে সে নানাভাবে আমাদেরকে হয়রানি ও হুমকি ধামকি প্রদান করতে থাকে। একপর্যায় আমরা নিরোপায় হয়ে এ ঘটনায় গাজীপুরের শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি করি। যার নং ২৪৪ তারিখ ৪/১২/২৩ । উক্ত প্রবাসী আব্দুল কাদের আরও বলেন, থানায় সাধারণ ডায়েরি করার পরে, পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করলে উক্ত সরোয়ার আবারো আমাদের টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মাসের পর মাস তালবাহানা অব্যাহত রাখে। সরোয়ার টাকা নিয়ে মালয়েশিয়া থেকে কৌশলে পালিয়ে বাংলাদেশে চলে আসে তারপর থেকে আমরা তাকে খুঁজে পাচ্ছিনা। এ ঘটনায় উক্ত মালয়েশিয়া প্রবাসী আব্দুল কাদের ও রুহুল আমিন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
##