শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৮ অপরাহ্ন

শিরোনাম:
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

মেঘনায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মো. ইব্রাহীম খলিল মোল্লা
Update Time : শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৮ অপরাহ্ন

কুমিল্লার মেঘনা উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করে উপজেলা প্রশাসন।
সকালে শহিদদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন মেঘনা উপজেলা প্রশাসন। এরপর পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করে মেঘনা থানা পুলিশ, বীর মুক্তিযোদ্ধারা, আনসার ও ভিডিপি, মেঘনা নৌ-পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল কুচকাওয়াজ, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। এ ছাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী আক্তারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মেঘনা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম, কৃষি কর্মকর্তা শাহে আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা রহমান ও বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্বাস উদ্দিন মাস্টারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সুধীজনরা।
আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহিদদের পাশাপাশি ২০২৫ সালে আত্মদানকারী শহিদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেন। তারা স্বাধীনতার চেতনা সমুন্নত রেখে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে ইতিহাস বিকৃতির অপচেষ্টার বিরুদ্ধে সজাগ ও সচেতন থাকার ওপর গুরুত্বারোপ করেন।