বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
কুমিল্লার মেঘনা উপজেলায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে মেঘনা আর্মি ক্যাম্পের উদ্যোগে চালিভাঙ্গা ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ করা হয়। ১০০ জন অসহায় ও দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন চালিভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর। এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও অনুষ্ঠানে অংশ নেন।
শীতের তীব্রতায় কষ্টে থাকা মানুষের পাশে দাঁড়াতে সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগ এলাকাবাসীর মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।