বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৫:২৪ অপরাহ্ন

শিরোনাম:
বিএনপি-জামায়াত নির্বাচনী জোট নিয়ে কী ভাবছে এনসিপি? মেঘনায় ২ দিনেও ডোবা লাইটার জাহাজ উদ্ধার হয়নি পুতিনের সাথে বৈঠক করে অযথা সময় নষ্ট করতে চাননা: ডনাল্ড ট্রাম্প ১৫ সেনাকর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল মেঘনায় সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে মুক্তিযোদ্ধার স্ত্রীকে প্রতারণার অভিযোগ শ্যামনগর পার্শ্বেখালী ব্রীজ এলাকা থেকে ৪৫ কেজি হরিনের মাংস আটক করলো কোষ্টগার্ড শ্যামনগর উপজেলা যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা-২০২৫ অনুষ্ঠিত  শ্যামনগরে উচ্ছেদ অভিযান অব্যাহত নিরাশ্রয় হয়ে পড়লো কয়েকশ” ভুমিহীন পরিবার শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে গণসমাবেশ শ্যামনগরে নানা  আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫ পালিত হয়েছে 
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

শ্যামনগরে উচ্ছেদ অভিযান অব্যাহত নিরাশ্রয় হয়ে পড়লো কয়েকশ” ভুমিহীন পরিবার

Reporter Name
Update Time : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৫:২৪ অপরাহ্ন

ভয়েস অব সুন্দরবন।।

সাতক্ষীরা শ্যামনগর উপজেলায়, সড়ক ও জনপদ (সওজ) এর রাস্তা প্রশস্ত করার লক্ষ্যে সরকারি খাস জায়গা আবুমুক্ত করার নিমিত্তে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।
বুধবার ১৫ই অক্টোবর, সকাল ১১টা সময়, পূর্বে ঘোষিত সওজের ০৮ অক্টোবর গণ বিজ্ঞপ্তি প্রকাশের রোডম্যপ হিসাবে শ্যামনগর উপজেলার ফায়ার সার্ভিস মোড় হয়তে ৫৭ তম কিলোমিটার এ অবস্থিত ভেটখালী বাজার পর্যন্ত সড়কের উভয় পাশে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু হয়। সেখানে থাকা রাস্তার উভয় পাশে কয়েকশ” ভূমীহীনদের বসবাস ও ব্যবসারত দরিদ্র পরিবার।
তাদের বাড়ি ঘর ও ছোট খাটো ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদের কারনে তারা সর্বহারা হয়ে পড়েছে।তাদেের বিকল্প কোন ব্যবস্থা না করে এভাবে উচ্ছেদ করার কারনে ভুমিহীন এ সকল মানুষেরা চরম মানবেতর জীবন যাপন করছে।অনেকেই খোলা আকাশের নীচে দিন রাত পার করছে। ভুমিহীন পরিবারের সদস্য জরিনা খাতুন বলেন,রাস্তা হবে মাত্র ৩৪ ফুট অথচ উচ্ছেদ করা হচ্ছে দুপাশে প্রায় দেড় শতাধিক ফুটের অধিক জায়গা।একই ভাবে জানু বেগম বলেন,আমরা ভমিহীন দীর্ঘদিন ধরে খাস জায়গা বসবাস করছি,রাস্তার প্রয়োজনে সরকার উচ্ছেদ করুক সমস্যা নেই, তবে যেটা প্রয়োজন সেটা নিক আমাদের কোন আপত্বি নেই। ভ্যান চালক আব্দুল তার ঘরবাড়ী হারিয়ে দিশে হারা হয়ে পড়েছেন তিনি বলেন,আমরা প্রতিহিংসার শিকার, আমাদের কে অন্যায় ভাবে উচ্ছেদ করা হয়েছে। এদিকে এই সকল পরিবারের সাথে নিয়ে উচ্ছেদ স্থলে অবস্থান নেন দুইজন তরুণ ও তাদের সহযোগীরা।
অবস্থান কর্মসূচীতে থাকা ২ জন তরুন হাফিজুর রহমান ও জান্নাতুল নাঈম “উচ্ছেদে ভূমিহীন দের পুনঃবাসন চাই” সংবলিত প্ল্যাকার্ড নিয়ে তারা বলেন উচ্ছেদে সকল ভূমিহীন দের মানবিক দৃষ্টিতে অন্যত্র পুনঃবাসন নিশ্চিত করতে হবে এবং সরকারি গুচ্ছ গ্রামে তাদের বসবাসের সূযোগ করে দিতে হবে।
এসময় উপস্থিত ছিলেন ছাত্র প্রতিনিধি মাসুম বিল্ল্যাহ ও বৈষম্যে বিরোধী ছাত্র আন্দোলনের, শ্যামনগর উপজেলার সাবেক আহবায়ক শরিফুল ইসলাম ও ভুক্তভোগী পরিবার সহ প্রমূখ।
##