এস কে সিরাজ শ্যামনগর।।
সাতক্ষীরা শ্যামনগর উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবার ও উপজেলা মুক্তিযোদ্ধা ভবনে বাৎসরিক সম্মেলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ ডিসেম্বর) সকাল ১০টায় অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওঃ আব্দুল জলিল, গীতা পাঠ করেন কিশোরী মোহন মন্ডল, সভাপতিত্ব করেন, বীর মুক্তিযোদ্ধা গ্রাম ডাক্তার মোঃ মুজিবুর রহমান, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি ও ডাক্তার কল্যাণ বহুমুখী সমবায় সমিতি গ্রাম ডাক্তার আকবার হোসেন।, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা সমবায় কার্যালয় সহকারি পরিদর্শক জনাব আতাউর রহমান, প্রধান আলোচক শ্যামনগর উপজেলা সমবায় কার্যালয় সহকারি পরিদর্শক কাজল রায় চৌধুরী, বি.সি.ডি.এস. শ্যামনগর উপজেলা সভাপতি আলহাজ্ব মাও, শহিদুল ইসলাম, গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক গ্রাম ডাক্তার নিহার রঞ্জন সাহা, গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সংগঠনিক সম্পাদক গ্রাম ডাক্তার মোঃ জিয়াউর রহমান, ডাক্তার কল্যাণ বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক গ্রাম ডাক্তার দবির উদ্দিন, ডাক্তার কল্যাণ বহুমুখী সমবায় সমিতির ক্যাশিয়ার গ্রাম ডাক্তার আলহাজ্ব শহিদুল ইসলাম, বিকম ফার্মা দোলন চন্দ্র ঘোষ, ড্রাগ ইন্টারন্যাশনাল এরিয়া ম্যানেজার দেলোয়ার হোসেন, জেসকা এরিয়া ম্যানেজার আব্দুল গফুর, উপস্থিত ছিলেন । শ্যামনগর উপজেলা ১২টা ইউনিয়নের গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির ও ডাক্তার কল্যাণ বহুমুখী সমবায় সমিতি সভাপতি, সাধারণ সম্পাদক, সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন, ওই সময় সভাপতি বলেন আমি ১২টা ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদকের নিয়ে একটি আলোচনার মাধ্যমে এই সমিতি জন্ম হয় এবং এর নাম রাখা হয় ডাক্তার কল্যাণ বহুমুখী সমবায় সমিতি। ২০০৭ থেকে কার্যক্রম শুরু আস্তে আস্তে অনেক বড় হয়েছে। আজ ২০২৪ সালের ১৫ ডিসেম্বর পর্যন্ত ১৭ বছর বছর হয়েছ। এই সমিতি আমাদের গ্রাম ডাক্তারদের মধ্যে কার্যক্রম সীমাবদ্ধ ডাক্তারদের বিবাদে আপাদে তাদের সার্বিক সহযোগিতা করা হয়। সকলকে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে প্রধান অতিথি বক্তব্য শেষ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন গ্রাম ডাক্তার আলহাজ্ব আবু কাওসার।
##