শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ০৮:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম:
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

শ্যামনগর উপজেলা মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

Reporter Name
Update Time : শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ০৮:৪৮ পূর্বাহ্ন

ভয়েজ অফ সুন্দরবন।।
সাতক্ষীরার শ্যামনগরে রোববার উপজেলা মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনী খাতুনের সভাপতিত্বে বেলা সাড়ে ১০টায় উক্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির মুল্যায়নসহ থানা থেকে লুটকৃত অস্ত্র উদ্ধারের বিষয়গুলো গুরুত্ব পায়। সভায় উপস্থিত ব্যক্তিগন সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক দাবি করে মাদক ইভটিজিং বন্ধসহ স্থানীয় প্রতিবেশ পরিবেশ ও জীব-বৈচিত্র রক্ষার উপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে মোছাঃ রনী খাতুন জানান সাম্প্রতিক সময়ে রীতিমত সরকারি জায়গা দখলের প্রতিযোগীতা শুরু হয়েছে। তবে সকলের জ্ঞাত থাকা বাঞ্চনীয় যে সরকারি জায়গা দখল করে কেউ পার পাবে না। এছাড়া এলাকার শান্তিপুর্ন পরিবেশ অস্থির না করার বিষয়ে তিনি জনপ্রতিনিধিসহ এলাকার গন্যমান্য ব্যক্তিদের ভুমিকা রাখার আহবান জানান।
একইভাবে যেকোন গুজব প্রতিরোধে পুলিশসহ সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার পাশাপাশি সুন্দরবনে দস্যু তৎপরতার বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপর হওয়ার পরামর্শ দেন। এছাড়া নওয়াবেঁকী বাজারে অবৈধ দখলদারদের অপতৎপরতা সম্পর্কে সচেষ্ট থাকার অনুরোধ করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর পাউখালী ক্যাম্পের ক্যাপ্টেন রাশেদ, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবীর, ইউএইচএফপিও ডাঃ জিয়াউর রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, ইউপি চেয়ারম্যান মাসুদুল আলম, জাফরুল আলম বাবু, প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, হারুন-অর রশিদ, সিরাজুল ইসলাম পল্টুসহ বিজিবি, নৌ-পুলিশ প্রতিনিধি প্রমুখ।#