শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ০৩:১৩ পূর্বাহ্ন
রাজু আহমেদ, ভয়েস অব সুন্দরবন ।। সাতক্ষীরার সুন্দরবন উপকূলীয় সাতক্ষীরার শ্যামনগর কাশীমাড়ী জয়নগর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আরাফাত রহমান কোকো স্থৃতি সংঘের আয়োজন উপজেলা রিপোর্টার্স ক্লাবের বিশেষ সহযোগিতায় ৮ দলীয় মিনি ফুটবল ডে- নাইট টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার রাত ৯টার দিকে অনুষ্ঠিত উক্ত খেলার উদ্বোধনীর ও সংক্ষিপ্ত আলোচনা সভাপতিত্ব করেন মোঃ সোহাগ হোসন। এ সময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক আব্দুর রশিদ ঢালী,উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এস কে সিরাজ, সাধারন সম্পাদক ও সাবেক কৃষকদলের সাধারন সম্পাদক ইয়াছিন আরাফাত, সেচ্ছাসেবকনেতা আব্দুস সালাম,সাতক্ষীরা ডে নাইট কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ মোর্তজা সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় বিভিন্ন স্থান থেকে আসা শতশত দর্শকবৃন্দ উক্ত ফুটবল টুর্নামেন্ট উপভোগ করেন। এ সময় বক্তারা বলেন,যুব সমাজ বর্তমানে মাদক আর মোবাইল গেমে আসক্ত হয়ে পড়ছে, তাদের সকলের উদ্যোগে খেলাধুলা মুখি করতে হবে।তবে তারা বলেন,শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দরা ইতিমধ্যে মাদকমুক্ত সমাজ গড়তে ব্যাপক তৎপরতার সাথে কাজ করে যাচ্ছে, বক্তারা সমাজের সকল শ্রেনীর মানুষ কে এগিয়ে আসার অনুরোধ করেন।