রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১২:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম:
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

সাতক্ষীরায় নিত্যপণ্যর বাজার টাস্ক ফোর্স অভিযান, দুই ব্যবসায়ীক জরিমানা

শেখ ফরিদ আহমেদ ময়না সাতক্ষীরা 
Update Time : রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১২:৪৩ পূর্বাহ্ন

 

 

সাতক্ষীরা প্রতিনিধি:  নিত্য প্রয়াজনীয় পণ্যর দাম স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে সাতক্ষীরায় বাণিজ্য মন্ত্রণালয়ের বিশেষ টাস্কফোস অভিযান চালিয়েছে।আজ শুক্রবার সকালে শহরের সুলতানপুর বড় বাজারের কাঁচা ও মৎস্য বাজার এ অভিযান চালানো হয়। এসময় দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়। এতে নেতৃত্ব দেন, বিশেষ টাস্কফোর্স কমিটির আহায়ক ও সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিষ্ণুপদ পাল।

তিনি এসময় বলেন, নিত্যপণ্যর বাজার পরিস্থিতি তদারকি ও পর্যালাচনার জন্য মূলত এ অভিযান পরিচালানা করা হয়। সুলতানপুর বড় বাজারের বেশ কয়েকটি দোকান অভিযান চালনো হয়েছে। এসময় মূল্য তালিকা না টানানো এবং বেশী মূল্যে মালামাল বিক্রির অভিযোগে মাংস বাজারের চিকন হাউজকে দুই হাজার টাকা ও খুচরা আলু বিক্রতাকে ২০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া দাকান মালিকদের বলা হয়েছে, যেন মুনাফার নামে সাধারণ মানুষের ক্ষতি না কর। ব্যবসায়ীরা মুনাফা করবে, কি মুনাফার নাম অসাধু উপায় নিত্য প্রয়াজনীয় দ্রব্যসামগ্রীর বাজার অস্থিতিশীল পরিবেশ তৈরি করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে । তিনি আরা বলেন, সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের তত্বাবধানে জেলা পর্যায়ে দ্রব্যমূল্য ভোক্তাদের কাছে সহনীয় পর্যায়ে পৌছানোর ক্ষেত্রে এবং ক্রেতারা সঠিক মূল্যে মালামাল পাওয়ার ক্ষেত্রে জেলা পর্যায়ে বিশেষ টাক ফোর্স কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে জেলা প্রানী সম্পদ অফিস, জেলা খাদ্য অফিস, জেলা মৎস্য অফিস, ছাত্র প্রতিনিধি, ক্যাবর প্রতিনিধি ও ভোক্তা অধিকারের প্রতিনিধি রয়েছে। সেই কমিটি আজ প্রথম সরেজমিন সাতক্ষীরার বড় বাজার এসে প্রাথমিকভাবে সকল ধরনের ব্যবসায়ীকে ভোগ্যপন্য যাতে সহনীয় মূল্য ক্রেতাদের কাছে পৌছে দেয় সে বিষয় বিভিন্ন দিক নির্দশনা দেয়া হয়েছে পরবর্তীতে বেশী মূল্য মালামাল বিক্রি করলে সে বিষয় মোবাইল কোর্টসহ অন্যান্য আইনুগ ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে তাদের সতর্ক করা হয়েছে । আগামী কাল থেকে সরকার এ নির্দশনা যারা মানব না তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আরো জানান ।

এ সময় উপস্থিত ছিলেন বিশেষ টাকফোস কমিটির সদস্য সচিব ও ভোক্তার সংরক্ষণ অধিদপ্তরের সরকারি পরিচালক নাজমুল হাসান সিনিয়র মৎস কর্মকর্তা শফিকুল ইসলাম কৃষি বিপণন কর্মকর্তা এস এম আব্দুল্লাহ জেলা ক্যাবের সাধারণ সম্পাদক পারভিন আক্তার উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জাকির হাসান বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনের শিক্ষার্থী আরাফাত হাসান ও তামিম সহ অন্যান্যরা অভিযানের সময় বাজারের ব্যবসায়ী নেতা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিল