শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৮:২৮ পূর্বাহ্ন

শিরোনাম:
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

শিক্ষার্থীর অভিযানে কমল ইলিশের দাম!

ফরিদ আহমেদ ময়না
Update Time : শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৮:২৮ পূর্বাহ্ন

  1. ভরা মৌসুমেও বাজার সিন্ডিকেটের দৌরাত্ম্যে ক্রেতাদের নাগালের বাইরে ছিল ইলিশের দাম। এই নিয়ে ক্ষোভ ছিল ভোক্তা সাধারণের। দেশে রাজনৈতিক সরকার ক্ষমতায় নেই, তবুও কেনো সিন্ডিকেটের বেড়াজালে এখনও বন্দি বাজার ব্যবস্থাপনায়। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছ
  2. অভিযানে কমল ইলিশের দাম!
    ভরা মৌসুমেও বাজার সিন্ডিকেটের দৌরাত্ম্যে ক্রেতাদের নাগালের বাইরে ছিল ইলিশের দাম। এই নিয়ে ক্ষোভ ছিল ভোক্তা সাধারণের। দেশে রাজনৈতিক সরকার ক্ষমতায় নেই, তবুও কেনো সিন্ডিকেটের বেড়াজালে এখনও বন্দি বাজার ব্যবস্থাপনায়। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছিল ফরিদপুরের প্রশাসনকে সাধারণ ক্রেতারা।
    ফরিদপুরের হাজী শরীয়তুল্লাহ ইলিশের বাজারে অভিযান চালানো হচ্ছে। ছবি: সময় সংবাদ
    ফরিদপুরের হাজী শরীয়তুল্লাহ ইলিশের বাজারে অভিযান চালানো হচ্ছে। ছবি: সময় সংবাদ
    সিকদার সজল

    ২ মিনিটে পড়ুন
    বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসনের নির্দেশে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর শহরের হাজী শরীয়তুল্লাহ ইলিশের বাজারে অভিযান পরিচালনা করেন। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

    এ বাজারে ভোক্তা অধিদফতর ও শিক্ষার্থীদের উপস্থিতিতে প্রকার ভেদে ইলিশ কেজিতে ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত কমে যায়।

    অভিযান পরিচালনার সময় খুচরা ব্যবসায়ীরা বলেন, ইলিশ মাছ আড়তদাররা ৪২ থেকে ৪৩ কেজিতে মণ হিসেবে ক্রয় করলেও খুচরা ব্যবসায়ীর কাছে বিক্রি করে ৪০ কেজিতে মণ, যা দেশের কোন মাছ বাজারে এই ব্যবস্থা নাই। এ সকল বিষয়ের প্রতিবাদ করলে আড়তদার মাছ দেয়া বন্ধ করে দেয় আমাদের।

    আরও পড়ুন: সিন্ডিকেটেই দাম চড়া ইলিশের

    রমজান শেখ ও মো. আলমগীর হোসেন নামের দুই খুচরা মাছ ব্যবসায়ী বলেন, অন্যান্য জেলার মতো আমাদের এখানেও যদি মণ প্রতি দুই থেকে তিন কেজি ধরে বিক্রি করে আমাদের কাছে, তাহলে কেনা দামে বিক্রয় করলেও আমাদের লোকসান হয় না।

    ফরিদপুর ভোক্তা অধিদফতরের সহকারী পরিচালক সোহেল শেখ জানান, গত কয়েকদিন যাবত বিভিন্নভাবেই আমাদের কাছে অভিযোগ আসছিল ইলিশের সিন্ডিকেটের বিষয় নিয়ে। যে কারণেই আমরা বাজার পরিস্থিতি জানার জন্য অভিযান পরিচালনা করি। বাজারে নানা অভিযোগ আমাদের দৃষ্টিতে আসে। প্রাথমিকভাবে আমরা ব্যবসায়ীদের সতর্ক করেছি।

    তারপরেও দুটি আড়তদারকে (দুর্গা মৎস্য ভান্ডার ও রুপালি ইলিশ) ৪০ হাজার করে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    অভিযানকালে ভোক্তা অধিদফতরকে সহযোগিতা করেন আনসার ব্যাটালিয়নের সদস্য ও শিক্ষার্থীরা।