বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৫:২১ অপরাহ্ন

শিরোনাম:
বিএনপি-জামায়াত নির্বাচনী জোট নিয়ে কী ভাবছে এনসিপি? মেঘনায় ২ দিনেও ডোবা লাইটার জাহাজ উদ্ধার হয়নি পুতিনের সাথে বৈঠক করে অযথা সময় নষ্ট করতে চাননা: ডনাল্ড ট্রাম্প ১৫ সেনাকর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল মেঘনায় সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে মুক্তিযোদ্ধার স্ত্রীকে প্রতারণার অভিযোগ শ্যামনগর পার্শ্বেখালী ব্রীজ এলাকা থেকে ৪৫ কেজি হরিনের মাংস আটক করলো কোষ্টগার্ড শ্যামনগর উপজেলা যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা-২০২৫ অনুষ্ঠিত  শ্যামনগরে উচ্ছেদ অভিযান অব্যাহত নিরাশ্রয় হয়ে পড়লো কয়েকশ” ভুমিহীন পরিবার শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে গণসমাবেশ শ্যামনগরে নানা  আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫ পালিত হয়েছে 
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

পুতিনের সাথে বৈঠক করে অযথা সময় নষ্ট করতে চাননা: ডনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
Update Time : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৫:২১ অপরাহ্ন
PALM BEACH, FLORIDA - DECEMBER 16: U.S. President-elect Donald Trump speaks at a news conference at Trump's Mar-a-Lago resort on December 16, 2024 in Palm Beach, Florida. In a news conference that went over an hour, Trump announced that SoftBank will invest over $100 billion in projects in the United States including 100,000 artificial intelligence related jobs and then took questions on Syria, Israel, Ukraine, the economy, cabinet picks, and many other topics. (Photo by Andrew Harnik/Getty Images)

ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বৈঠক স্থগিত হওয়ার পর ট্রাম্প বলেছেন, তিনি ‘অকার্যকর বৈঠক’ চান না। বুধবার (২২ অক্টোবর) সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ খবর জানানো হয়।

মঙ্গলবার হোয়াইট হাউসে দেয়া এক বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ইঙ্গিত দেন যে, বর্তমান ফ্রন্ট লাইনে মস্কোর যুদ্ধ বন্ধে অস্বীকৃতিই মূল বাধা হয়ে দাঁড়িয়েছে।

এর আগে, হোয়াইট হাউসের একজন কর্মকর্তা জানান, শিগগিরই ট্রাম্প-পুতিনের বৈঠকের কোন পরিকল্পনা নেই।
অথচ বৃহস্পতিবার ট্রাম্প বলেছিলেন, পুতিনের সাথে দুই সপ্তাহের মধ্যে বুদাপেস্টে আলোচনায় বসবেন তিনি।

প্রতিবেদনে বলা হয়, এই সপ্তাহে শান্তির জন্য যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার প্রস্তাবের মধ্যে মূল পার্থক্যগুলো ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে, যা শীর্ষ সম্মেলনের সম্ভাবনাকে নষ্ট করে দিয়েছে।

ট্রাম্প এবং পুতিন সর্বশেষ আগস্ট মাসে আলাস্কায় একটি শীর্ষ সম্মেলনের সময় দেখা করেছিলেন, যার কোনো সুনির্দিষ্ট ফলাফল আসেনি।

হয়ত এবারের ট্রাম্প-পুতিন বৈঠকেও কোনো ফলাফল আসবে না- আশঙ্কা থেকেই তা স্থগিত করা হতে পারে।
একজন জ্যেষ্ঠ ইউরোপীয় কূটনীতিক রয়টার্সকে বলেছেন, ‘আমার মনে হয় রাশিয়ানরা খুব বেশি কিছু চেয়েছিল এবং আমেরিকানদের কাছে এটা স্পষ্ট হয়ে গিয়েছিল যে বুদাপেস্টে ট্রাম্পের জন্য কোনো চুক্তি হবে না।’
এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের মধ্যে একটি প্রস্তুতিমূলক বৈঠক এই সপ্তাহে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল – কিন্তু হোয়াইট হাউস জানিয়েছে, দুজনের মধ্যে ফোনে ভালোভাবে আলোচনা হয়েছে সুতরাং বৈঠকের আর কোনো প্রয়োজন নেই।

সোমবার, ট্রাম্প কিয়েভ এবং ইউরোপীয় নেতাদের সমর্থিত একটি যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণ করেছেন যাতে বর্তমান ফ্রন্ট লাইনে সংঘাত স্থগিত করা যায়।
ট্রাম্প জানান, ‘আমি বলেছি এই অবস্থাতেই যুদ্ধ বন্ধ করুন। এখনই থামুন। বাড়ি যান। লড়াই বন্ধ করুন, মানুষ হত্যা বন্ধ করুন।’

এদিকে, মঙ্গলবার সের্গেই ল্যাভরভ বলেন, মস্কো কেবল দীর্ঘমেয়াদী, টেকসই শান্তি-তে আগ্রহী, তিনি ইঙ্গিত দেন যে ফ্রন্ট লাইন স্থগিত করা কেবল একটি অস্থায়ী যুদ্ধবিরতির সমান হবে।
লাভরভ বলেন, সংঘাতের মূল কারণগুলো সমাধান করা দরকার, যার মধ্যে রয়েছে ডনবাসের উপর রাশিয়ার পূর্ণ সার্বভৌমত্বের স্বীকৃতি এবং ইউক্রেনের নিরস্ত্রীকরণ।
অন্যদিকে, মঙ্গলবার সকালে ইউরোপীয় নেতারা ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে একটি বিবৃতি প্রকাশ করে বলেছেন, ইউক্রেনের যুদ্ধের অবসানের বিষয়ে যেকোনো আলোচনা বর্তমান ফ্রন্ট লাইন বন্ধ করার মাধ্যমে শুরু হওয়া উচিত এবং রাশিয়াকে শান্তির বিষয়ে ‘সিরিয়াস’ না হওয়ার অভিযোগও তোলা হয়।