শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ০৩:১৯ পূর্বাহ্ন
রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন
সুব্রত মন্ডল বলেন আমি নকিপুর গরুহাট এর পাশে ঝর্ণ মেম্বার এর বাড়ীতে ভাড়াটিয়া হিসাবে পরিবার সহ দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছি। গত ২৮/০৯/২০২৫ তারিখ বিকালে আমার ভাড়া বাসায় সব কিছু তালা দিয়ে আমি পরিবার সহ গ্রামের বাড়ীতে বেড়াতে যাই। গত ২৮/০৯/২০২৫ তারিখ গভির রাতের কোন এক সময় কে বা কাহারা আমার ভাড়া বাসার দরজার তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে স্ট্রীলের ট্রাংকের তালা ভেঙ্গে নগত ২০,৪৫০/- (বিশ হাজার চার শত পঞ্চাশ) টাকা নিয়ে যায়। আমি সকাল ১১টায় গ্রামের বাড়ি হতে বাসায় এসে দরজার তালা ভাঙ্গা দেখতে পেয়ে ঘরের মধ্যে পবেশ করে ঘরের সমস্ত জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পাই। একপর্যায়ে আমি আমার ঘরের স্ট্রীলের ট্রাংকের তালা ভাঙ্গা দেখে দেখতে পাই আমার রক্ষিত নগত ২০,৪৫০/- (বিশ হাজার চার শত পঞ্চাশ) টাকা নেই। বিষয়টি নিয়ে আমি আশেপাশে অনান্য ভাড়াটিয়াদের জিজ্ঞাসাবাদ করলে তাহারা এবিষয়ে কিছুই জানেনা বলে জানান। এমবস্থায় বিষয়টি ভবিষ্যদের জন্য আপনার থানায় লিখিত অভিযোগ দায়ের করিতেছি। এ বিষয়ে শ্যামনগর থানার ওসি হুমায়ুন মোল্লা জানান অভিযোগ হাতে পেয়েছি বিষয়টি তদন্ত করা হবে