শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ০৩:৩০ পূর্বাহ্ন

শিরোনাম:
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

শ্যামনগরে আদি যমুনা নদী বাচাও কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে 

ভয়েস অফ সুন্দরবন
Update Time : শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ০৩:৩০ পূর্বাহ্ন

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন

আদি যমুনা নদীকে প্রবাহমান করতে, শ্যামনগর সদরের মহাশ্মশানের সামনে ব্রিজ নির্মাণ, সদরের চন্ডিপুর এলাকায় কালভার্ট ভেঙ্গে ব্রিজ নির্মাণ, যমুনা নদীর সঙ্গে সংযুক্ত খাল উন্মুক্তকরণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

আদি যমুনা নদী বাঁচাও আন্দোলন কমিটির আয়োজনে রবিবার বিকাল ৫টায় ব্রেকিং দ্য সাইলেন্সের সহযোগিতায় প্রগতির কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।

 

প্রগতির সভাপতি মিসেস সাহানা হামিদের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন আদি যমুনা নদী বাঁচাও আন্দোলন কমিটির আহ্বায়ক আশেক-ই-এলাহী।

এ সময় আরও বক্তব্য রাখেন, শ্যামনগর সরকারি মহসিন কলেজের অবসরপ্রাপ্ত উপ-অধ্যক্ষ মোঃ নাজিন উদ্দীন, প্রফেসর আবু সাঈদ, বীর মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলাম, নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃষ্ণনন্দ মুখার্জী, আতরজান মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক দেবপ্রসাদ মণ্ডল, শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এস কে সিরাজ, সিডিও পরিচালক গাজী আল ইমরান,

বারাসিকের আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার প্রমুখ।

সভায় বক্তারা বলেন, আদি যমুনা নদী এক সময় এই অঞ্চলের প্রাণ ছিল। নদীর সঙ্গে সংযুক্ত খাল-বিল ও আশপাশের কৃষিভিত্তিক জীবিকা এখন হুমকির মুখে। নদীটি দখল, দূষণ ও অব্যবস্থাপনার কারণে শুকিয়ে যাচ্ছে। এতে কৃষি, মৎস্য এবং পরিবেশের উপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছে।

আন্দোলন কমিটির আহ্বায়ক আশেক-ই-এলাহী বলেন, আমরা নদী রক্ষায় প্রশাসনের সহযোগিতা কামনা করছি। এটি শুধু একটি নদীর অস্তিত্ব রক্ষার প্রশ্ন নয়, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের টিকে থাকার লড়াই।

সভায় বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভা শেষে আদি যমুনা নদী পুনরুদ্ধারে এলাকাভিত্তিক সচেতনতা কর্মসূচির ঘোষণা দেয়া হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন পরিবেশ কর্মী ওসমান গনি সোহাগ

##