শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ০৩:১৬ পূর্বাহ্ন
রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন
সাতক্ষীরায় শ্যামনগরে আওয়ামী দোসর বাহিনী কর্তৃক ব্রম্ক্ষশ্বশন সিদ্দিকীয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক হুসাইন আহম্মদ কে অতর্কিত হামলা করে মারপিট করে এবং মাদ্রাসার ভিতরে ঢুকে ব্যাপক ভাংচুর করে।
এবিষয়ে উক্ত মাদ্রাসার প্রধান শিক্ষক হুসাইন আহম্মদ জানান ২৫/০৯/২০২৫ ইং তারিখ আনুমানিক সকাল ১০ ঘটিকার সময় উপরে উল্লেখিত বিবাদীগণ বিনা অনুমতিতে হঠাৎ করে মাদ্রাসার মধ্যে প্রবেশ করে ও আমার নিজস্ব অফিসরুমে প্রবেশ করে,এক পর্যায়ে আমি তাদের বাধা দিলে মাহাতাব উদ্দীন প্রথমে আমাকে কৈফিয়াত পূর্বক জবরদস্তি করে এবং মোঃ আব্দুল্লাহ আল মামুনকে চিৎকার দিয়ে ডাকলে ১ নং বিবাদী সাথে সাথে উপস্থিত হয়ে আমার অফিস রুমে ঢুকে ২ জন মিলে আমাকে এলোপাতাড়ি কিল ঘুসি মারে এবং ২ নং বিবাদী আমাকে জাপটে ধরে আমার কাছে থাকা কাগজ পত্র এবং অফিসের ভেতরে রক্ষিত প্রতিষ্ঠানের সমস্থ কাগজপত্র যাহা প্রতিষ্ঠান পরিচালনা কেন্দ্রিক প্রযোজ্য এবং আমার কাছে থাকা নগদ ৩ লক্ষ ৫০ হাজার টাকা যাহা প্রতিষ্ঠানের নামে রেজিঃকৃত জমির মালিককে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিলাম উক্ত সমুদয় টাকা কেড়ে নেয়। প্রতিষ্ঠানের চেয়ার, টেবিল, সিলিং ফ্যান, আলমারি, প্রতিষ্ঠানের নামে সাইনবোর্ড ভাংচুর করে। আমার সহকারী শিক্ষকদের চাকুরী ছাড়ার হুমকি প্রদান পূর্বক বিবাদীগণ ঘটনাস্থল ত্যাগ করে। সন্ত্রাসীরা প্রতিষ্ঠান ত্যাগ করার সময় প্রতিষ্ঠানের মূল কাগজপত্র সমূহ জোর পূর্বক আমার কাছ থেকে ছিনতাই করে নিয়ে যায়। প্রতিষ্ঠানের কাগজপত্রগুলো হলো- ১। মাদ্রাসার মূল ০৩ টি রেজুলেশন খাতা। যাহাতে অনুমোদিত ম্যানেজিং কমিটির রেজুলেশন, নিয়োগ সংক্রান্ত রেজুলেশন। সহকারী শিক্ষক মাহাতাব উদ্দীনের বরখাস্তের রেজুলেশন, ২। শিক্ষক হাজিরা খাতা, ৩। মূল নবায়নের কপি, ৪। মাদ্রাসার জামির দলিল, মিউটিশন কপি, খাজনা দাখিলার কাগজপত্র, ৫। প্রধান শিক্ষক এবং সভাপতি নামের সীর ও প্যাড, ৬। মাদ্রাসার নামের একাউন্টের চেক বই, কৃষি ব্যাংক, ৭। শিক্ষকদের নিয়োগ যোগদানকৃত সকল কাগজপত্রাদির মূল কপি। ইহা ছাড়া ১নং বিবাদী আমার কাছ থেকে ২টি স্বাক্ষরিত সাদা চেক একটি সোনালী ব্যাংকের অন্যটি আল-আরাফা ব্যাংকের জোর পূর্বক আদায় করে।
তিনি আরো বলেন এ ঘটনায় আমি বাদী হয়ে শ্যামনগর থানায় লিখিত অভিযোগ করেছি।
##