শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ০৩:১৩ পূর্বাহ্ন
রিপোর্ট : ভয়েস অফ সুন্দরবন
সুন্দরবন উপকূলীয় সাতক্ষীরার শ্যামনগরে ক্যান্সার যুদ্ধে হেরে যাওয়া দরিদ ভ্যান চালক লালুর অসহায় পরিবারে পাশে দাড়ালো উপজেলা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ।
মাত্র দেড় মাস আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেলেন,শ্যামনগরের সকলেরই পরিচিত দরিদ্র ভ্যান চালক লালু। সকাল হতে না হতেই ভ্যান আর কলস নিয়ে উপজেলা পরিষদের পুকুর থেকে পানি নিয়ে হোটেলে হোটেলে দিতেন লালু।
বৃহস্পতিবার সন্ধ্যায় শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের পক্ষ এই অসহায় পরিবারটিকে খাদ্য সহায়তা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এস কে সিরাজ, সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত, কোষাধ্যক্ষ রাজু আহমেদ, প্রচার সম্পাদক রাইসুল মিথুন, কন্টেন ক্রিয়েটার লাভলু সহ অন্যান্যরা।
রিপোর্টার্স ক্লাবের সভাপতি এস কে সিরাজ বলেন, আমাদের সংগঠন টি দীর্ঘদিন ধরে সামাজিক সেবা মুলক বিভিন্ন কর্মকান্ড অব্যাহত রেখেছে এবং এধরনের কার্য্যক্রম অব্যাহত থাকবে,এ সময় তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।
##