শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ০৩:২৭ পূর্বাহ্ন
রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন
অনলাইন মিডিয়া দি এডিটরস্ এ প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে লিখিত সংবাদ সম্মেলন করলেন শ্যামনগর উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুল্ল্যাহ আল কাইয়ুম আবু।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ইং- ২৩/০৯/২০২৫ তারিখের দি-এডিটরস্ অনলাইন নিউজে আমাকে জড়িয়ে এক সংবাদ পরিবেশন করা। হয়, যাহা পরবর্তীতে আমার দৃষ্টি গোচর হয়েছে, প্রকৃত পক্ষে ঘটনার বৃত্তান্ত এই যে, অত্র শ্যামনগর থানাধীন ০৮নং ঈশ্বরীপুর ইউনিয়নের ধুমঘাট (শীলতলা) গ্রামস্থ একটি সরকারি ১ বিঘা ১৫ কাঠা জমি মোঃ আব্দুর রশিদ, সাং-ধুমঘাট (শীলতলা) থানা-শ্যামনগর, জেলা- সাতক্ষীরা সরকারের নিকট হইতে বন্দোবস্ত প্রাপ্ত হইয়াছে, এই বন্দোবস্তকৃত জায়গা উক্ত ব্যক্তি মৎস্য চাষাবাদের মাধ্যমে ভোগদখল করে। ঐ জমির পার্শ্বে মোছাঃ কোহিনুর বেগম, পিতা-মরহুম আবুল কালাম, মাতা- কুলসুম বেগম, সাং-ধুমঘাট (শীলতলা) থানা-শ্যামনগর, জেলা- সাতক্ষীরা নামীয় মহিলা বসবাস করে। মোছাঃ কোহিনুর বেগমের বাড়ির পোষ্য হাঁস আব্দুর রশিদের খামারের মধ্যে প্রবেশ করায় আব্দুর রশিদ ও মোছাঃ কোহিনুর বেগমের মধ্যে পূর্ব থেকে বাকবিতন্ড ও গোলযোগ চলে আসছে। এক পর্যায়ে আব্দুর রশিদের খামারের মধ্যে কোহিনুর বেগমের ৫টি পোষ্য হাঁস গেলে আব্দুর রশিদ হাঁস গুলো জবাই করে নিয়ে যায় এবং আব্দুর রশিদ সহ তাহার পরিবারের সদস্যরা মোছাঃ কোহিনুর বেগমকে বেধড়ক মারপিট করে, ঘটনার সংবাদ পেয়ে আমি তাদের মধ্যকার বিরোধীয় বিষয়টি স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গদের মধ্যস্থতায় বসাবসি করে মিমাংসা করার কথা বলে চলে আসি, আব্দুর রশিদ স্থানীয় জামায়াতে ইসলামী একজন সক্রিয় নেতা হিসাবে এলাকায় বিভিন্ন ধরনের শালিশ বিচার করছে এবং শালিশ বিচারের আড়ালে তার দুশ্চরিত্র মনোভাবের কারনে চাচা শ্বাশুড়ীকে বিবাহ করেছে, আমি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হওয়ায় বিষয়টি ভিন্ন খাতে প্রভাবিত করার উদ্দেশ্যে আব্দুর রশিদ সহ তার মনোনীত ব্যক্তিদের ভুল বুঝিয়ে ভুল তথ্য পরিবেশন করে আমার সামাজিক, রাজনৈতিক মর্যাদা ক্ষুন্ন করার অপচেষ্টা করেছে, প্রকৃত পক্ষে আমি একজন অসহায় নারীর পক্ষে সঠিক বিচার চাওয়ার কারনে আমার বিরুদ্ধে এমন মিথ্যা অপপ্রচার চালানো হয়েছে,আমি একজন ব্যবসায়ী, ব্যবসার মাধ্যমে আমি নিজেকে নিয়োজিত রাখি, আমি কোন অপকর্মের সঙ্গে সম্পৃক্ত নই, আমার বিরুদ্ধে বিষাদগার সমলোচনা করে আমাকে বিপদে ফেলার চক্রান্তে লিপ্ত আছে, আমার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যে প্রনোদিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি আমার বিরুদ্ধে যারা মিথ্যা সংবাদ পরিবেশন করে আমার সামাজিক, রাজনৈতিক মর্যাদা ক্ষুন্ন করেছে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি আপনাদের মাধ্যমে।