শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ০৩:৩২ পূর্বাহ্ন

শিরোনাম:
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

শ্যামনগরে এলজি বাংলাদেশের পক্ষ থেকে উপকূলীয় শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান

ভয়েস অফ সুন্দরবন
Update Time : শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ০৩:৩২ পূর্বাহ্ন

 

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন

সাতক্ষীরার শ্যামনগরে এলজি বাংলাদেশের পক্ষ থেকে উপকূলীয় এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৭০জন এতিম, অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের বাই সাইকেল প্রদান করা হয়েছে। শনিবার ১৩ সেপ্টেম্বর দুপুর ১২টায় মুন্সিগঞ্জ সুশীলন টাইগার পয়েন্টে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী ফয়সাল-আল-আহসান, আসিষ্ট্যান ম্যানেজার, কর্পোরেট মার্কেটিং, এলজি বাংলাদেশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিনা হাবিবুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার, শ্যামনগর ও মালয়েশিয়া ইসলামিক ইউনিভার্সিটির পিএইচডি গবেষক মুহাম্মদ সালাহউদ্দিন। এছাড়া বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা উপকূলীয় শিক্ষা সহায়তা প্রকল্পের আওতায় বাইসাইকেল ও দুটি পরিবারের কর্মসংস্থান তৈরিতে মোটর ভ্যান প্রদান করায় এলজিকে ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক (খন্ডকালীন) ড. আব্দুল্লাহ আল মাসুদ। তিনি বলেন, শিক্ষার্থীদের শিক্ষা গ্রহনে সাইকেল ও মোটরভ্যান দুইটি তাদের জীবনমান উন্নয়নে ভূমিকা পালন করবে। শিক্ষার্থীরা দ্রুত সময়ে বিদ্যালয়ে উপস্থিত হতে পারবে ও পরিবারের উপর অর্থনৈতিক চাপ কমবে।সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাবিবুল্লাহ (আল মামুন), এলজি এম্বাসেডর ২০২৫। প্রকল্পটি পর্যবেক্ষণের দায়িত্বে ছিলে একট গ্রুপ, বাস্তবায়নে ও সহযোগিতা করেন সাউদার্ন চ্যারিটি ফাউন্ডেশন।