শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ০৯:০০ পূর্বাহ্ন

শিরোনাম:
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

শ্যামনগর জনবান্ধব কর্মকাণ্ডে জনপ্রিয় হয়ে উঠেছেন, ইউএনও মোছাঃ রনী খাতুন 

ভয়েস অফ সুন্দরবন
Update Time : শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ০৯:০০ পূর্বাহ্ন

 

রিপোর্ট :ভয়েস অফ সুন্দরবন

 

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ রনী খাতুন কর্মদক্ষতা ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে অল্প সময়েই শ্যামনগর মানুষের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছেন।২০২৪ সালের ১৪ নভেম্বর তিনি শ্যামনগর উপজেলায় যোগদানের পর থেকেই উন্নয়ন ও জনসেবাকে অগ্রাধিকার দিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন। স্থানীয়রা জানান, উপজেলার রাস্তাঘাট উন্নয়ন, মসজিদ, মাদ্রাসা, মন্দিরসহ শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে তার ভূমিকা প্রশংসনীয়।শ্যামনগর উপজেলা অফিসে যে কেউ সেবা নিতে গেলে (ইউএনও) মোছাঃ রনী খাতুন মনোযোগ সহকারে তাঁদের কথা শোনেন এবং দ্রুত সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। এতে সাধারণ মানুষের ভোগান্তি কমেছে এবং সেবার মান বেড়েছে। তিনি অসহায়, গরিব ও দুঃস্থদের পাশে থাকেন সবসময়। মানবিক সহায়তার অংশ হিসেবে নিয়মিতভাবে ঢেউটিন, কম্বল, খাদ্যসামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করে যাচ্ছেন। ফলে হতদরিদ্র মানুষের মুখে হাসি ফুটিয়েছে তাঁর উদ্যোগগুলো।

স্থানীয়রা বলেন, “মানুষের যত প্রকারের গুণ থাকা দরকার, তার সবই রনী খাতুনের মধ্যে রয়েছে। তিনি অত্যন্ত ভালো এবং জনবান্ধব কর্মকর্তা।নিজের কাজের নীতি সম্পর্কে (ইউএনও) মোছাঃ রনী খাতুন বলেন, “সরকারি নীতিমালার মধ্যে থেকে সাধারণ মানুষের কল্যাণে কাজ করা এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালনই আমার প্রধান লক্ষ্য। অল্প সময়ের মধ্যেই উন্নয়নকামী, মানবিক ও জনবান্ধব কর্মকাণ্ডের জন্য তিনি শ্যামনগর মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন।