শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ০৯:০৩ পূর্বাহ্ন

শিরোনাম:
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

পিতার লাশ দাফন করা বাদ দিয়ে সন্তানরা অন্য কিছু নিয়ে ব্যস্ত, অসহায় মা…কিন্তু কেন.?

ভয়েস অফ সুন্দরবন
Update Time : শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ০৯:০৩ পূর্বাহ্ন

 

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন

 

এই প্রশ্নের উত্তর দিতেই সম্প্রতি নির্মিত হয়েছে একক নাটক মাটির ভাগ। বাস্তব ধর্মী নিষ্ঠুর ও ইমোশনাল এক পারিবারি গল্পের নাটক মাটির ভাগ। এই নাটকটি রচনা করেছেন বর্তমান সময়ের জনপ্রিয় নাট্যকার আল আমিন স্বপন। মাটির ভাগ নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন বর্তমান সময়ের একজন তরুন মেধাবী পরিচালক রাজ্জাক রাজ। পারিবারিক টানাপোড়েনের এই গল্পে দেখা যাবে দিন-রাত পরিশ্রম করে অনেক কষ্টে মানুষ করা নিজের সন্তানরাই তাদের পিতার অকাল মৃত্যুর পরে পিতার লাশ কোথায় কবর দেওয়া হবে, কোথায় বানানো হবে পারিবারিক কবরস্থান সেই সিদ্ধান্ত নিতে গিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। এক ছেলে বলে বাড়ির পেছনের জায়গা বাবা বেচে থাকতে আমাকে দেবে বলেছিলো ওখানে কবর দেওয়া যাবে না। অন্য ছেলে বলে রাস্তার পাশের জায়গা আমাকে দেওয়ার কথা বলেছিলো সেখানে কবর দেওয়া যাবে না। নিজেদের বউদের কুপরামর্শে এক ভাই অন্য ভাইয়ের সাথে ঝগড়া শুরু করে দেয়। বাবাকে দাফনের জন্য দেওয়া এলাকার চেয়ারম্যানের সিদ্ধান্তও তারা ধমক দিয়ে উড়িয়ে দেয়। আবার একমাত্র মেয়ে মৃত বাবাকে দেখতে আসে জামাই সহ, মা ভাবে মেয়ে বুঝি তার পক্ষ হয়ে বাবার লাশের তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করবে কিন্তু অসহায় মায়ের ধারণা ভুল করে দিয়ে নিজের জামাইয়ের চাপে মেয়েও তার ভাইদের সাথে তাল মিলায় মাটির ভাগ বুঝে নেওয়ার জন্য। বাবার লাশ উঠানে রেখেই আমিন আনা হয় জমি মেপে নিজেদের মাটির ভাগ বুঝে নিতে। সেখানেও বাধে বিপত্তি। আমিনের দেওয়া তথ্যানুযায়ী এই জমি আগেই মাপজোক করা হয়েছে, ভাগ করা হয়েছে। তাহলে কি তাদের বাপের নামে আর এই জমি নাই.? এক পর্যায়ে ছোট ভাই লাঠির বাড়িতে বড় ভাইয়ের মাথা ফাটিয়ে দেয়। এভাবেই চলতে থাকে একের পর এক স্বার্থপরতার নিষ্ঠুর ঘটনা। নাটকটিতে অভিনয় করেছেন বর্তমান সময়ের জনপ্রিয় কিছু অভিনেতা-অভিনেত্রী: সবুজ আহমেদ, রেজমিন সেতু, সাবিহা জামান, তানভীর রিজভী, মোহাম্মদ রফিক, ফাহমিদা তৃষা, লিপু মামা, রাজা হাসান, স্নিগ্ধা হোসেইন, সৈয়দ শফিকুল হক রিপন, লেনিন ফিরোজী, মাজেদুল ইসলাম মিঠু ও রাজ্জাক রাজ । মাটির ভাগ নাটকটি Bflicks Media (বিফ্লিক্স মিডিয়া) ইউটিউব চ্যানেলে দর্শকেরা খুব শিঘ্রই দেখতে পাবেন। নাটকটি সম্পর্কে অভিনেতা সবুজ আহমেদ বলেন অনেক সুন্দর একটি পারিবারিক গল্পে অভিনয় করলাম। আশা করি আমাদের বাংলা নাটকের দর্শকদের এই নাটকটি অবশ্যই ভালো লাগবে। আর পরিচালক রাজ্জাক রাজ ভাইয়ের সাথে আমার এইটা প্রথম কাজ। তার নির্মানশৈলী, শট বোঝনো এবং পরিশেষে পারফেক্ট অভিনয় ও ডায়ালগের অর্থ অনুযায়ী এক্সপ্রেশনটা বের করে নেওয়ার দক্ষতাটা একটু অন্যরকম। তার সাথে কাজ করে অনেক ভাল লেগেছে।

অভিনেত্রী রেজমিন সেতু রাজ্জাক রাজ এর নির্মানের প্রশংসা করে বলেন রাজ ভাই আসলেই একজন ভালো ও গুনী নির্মাতা। তার সাথে আমারও এইটা প্রথম কাজ। আশা করি নাটকটা দর্শকদের অনেক অনেক ভাল লাগবে। পরিচালক রাজ্জাক রাজ মাটির ভাগ নাটকটির সম্পর্কে বলেন, মাটির ভাগ আসলেই একটি অন্যরকম সুন্দর গল্প। বাংলা নাটকের দর্শকদের অবশ্যই নাটকটি ভাল লাগবে।

গল্পের শেষে পরিনতি কি হবে সেটা জানতে হলে দর্শকদের অবশ্যই এই নাটকটা দেখতে হবে। তবে, আমরা চাই না কোনো সন্তানই এই নাটকের চরিত্রের মতো হোক। পিতামাতা তাদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে নিজেরা খেয়ে না খেয়ে অনেক কষ্টে সন্তানদের বড় করেন। সেই পিতামাতার সাথে কখনোই খারাপ আচরণ করা উচিত নয়। তাদের যা সেবা-যত্ন, আদর-আপ্যায়ন করা দরকার সবই বেচে থাকতেই করা উচিত। মারা যাওয়ার পরে চোখের পানিতে বুক ভাসিয়ে হাজার কিছু করেও খুব বেশি লাভ নেই।

পরিচালক রাজ্জাক রাজ Bflicks Media এর সত্ত্বাধিকারী প্রযোজক মাসুম চৌধুরী’র প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন তাকে কাজটি করার সুযোগ দেওয়ার জন্য। নাটকটির চিত্রগ্রহণের কাজ করেছেন সুজন মেহমুদ, সম্পাদনা ও রংবিন্যাস তানভীর সোহেল, এবং প্রধান সহকারী পরিচালক হিসাবে কাজ করেছেন আরিফুর রহমান রাহুল, রুপসজ্জায় সুমন মেকওভার। নাটকটি পূর্বাচল ৩০০ ফিটের সুন্দর সুন্দর গ্রামীণ লোকেশানে শুটিং করা হয়েছে।