শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৬:৫১ পূর্বাহ্ন

শিরোনাম:
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

শ্যামনগরে ঘূর্ণিঝড় ‘দানা’ মোকাবিলায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আশিকুর রহমান
Update Time : শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৬:৫১ পূর্বাহ্ন

 

 

আশিকুর রহমান, শ্যামনগর প্রতিনিধি:

আজ বুধবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় মোংলা সমুদ্র বন্দর থেকে ৬৯৫ কিমি দক্ষিণ-দক্ষিণপূর্বে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ৬৪৫ কিমি দক্ষিণ-দক্ষিণপূর্বে অবস্থান করছিল ঘূর্ণিঝড় ‘দানা’। সম্ভাব্য প্রভাব মোকাবিলায় শ্যামনগর উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সতর্কতামূলক প্রস্তুতি হিসেবে বিকাল ৩টায় উপজেলা পরিষদ হলরুমে এক প্রস্তুতিমূলক সভার আয়োজন করে।

 

উপজেলা নির্বাহী অফিসার ডা: সঞ্জীব দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার আরিফুজ্জামান, শ্যামনগর থানার ওসি (তদন্ত) ফকির তাইজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল ইসলাম, ফায়ার সার্ভিসের প্রতিনিধি শহিদুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য এবং বিভিন্ন সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া বিভিন্ন প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দও সভায় উপস্থিত ছিলেন।

 

সভায় সাইক্লোন শেল্টারগুলো সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপজেলা নির্বাহী অফিসার জানান, শ্যামনগরের সাইক্লোন শেল্টারগুলোতে এক লক্ষ বিশ হাজার সাতশ জন মানুষের আশ্রয় নেয়ার ব্যবস্থা রয়েছে। এছাড়া আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের জন্য পর্যাপ্ত শুকনা খাবার ও অন্যান্য প্রয়োজনীয় উপকরণও মজুত রয়েছে বলে তিনি আশ্বস্ত করেন।

 

সভায় গাবুরা, বুড়িগোয়ালিনী, মুন্সিগঞ্জ, রমজাননগর, কৈখালি ও পদ্মপুকুরসহ উপকূলীয় ইউনিয়নগুলোর সিপিপি সদস্য, সেচ্ছাসেবী সংগঠন এবং স্থানীয় নেতৃবৃন্দদের সর্বদা প্রস্তুত থাকার নির্দেশনা প্রদান করা হয়।

 

সভাটি সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম।

 

প্রকাশক

দক্ষিণের বার্তা