শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ০৮:২৭ পূর্বাহ্ন

শিরোনাম:
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

নোয়াখালীতে ১ হাজার ৪০০টি ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

মোহাম্মদ আবু নাছের,
Update Time : শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ০৮:২৭ পূর্বাহ্ন

 

মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী :

 

নোয়াখালীর সোনাইমুড়ীতে ১ হাজার ৪০০টি ইয়াবা ট্যাবলেটসহ আবদুল হক (৪৭) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর(ডিএনসি)।

 

সোমবার (১৪ অক্টোবর ) সকালে তার বসতঘর থেকে তাকে গ্রেফতার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক মো.আবদুল হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

গ্রেফতারকৃত আবদুল হক বারগাঁও ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রাজিবপুর গ্রামের ইউসুফ ব্যাপারী বাড়ির মৃত আলী মিয়ার ছেলে। তিনি তার বসতঘরে ইয়াবা রেখে বেচাকেনা করতেন বলে জানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

 

সহকারী পরিচালক মো.আবদুল হামিদ বলেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালীর পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে আবদুল হকের বসতঘরে অভিযান চালানো হয়। সেখানে ১ হাজার ৪০০টি ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করা হয়। তিনি তালিকাভুক্ত মাদক কারবারি। তার বিরুদ্ধে একাধিক মামলা আছে। আবদুল হকের নামে নতুন আরেকটি মামলা দিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।