শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৪:৪২ পূর্বাহ্ন

শিরোনাম:
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

মদনে গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত হরের ০৪ জন

আলী আজগর পনির
Update Time : শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৪:৪২ পূর্বাহ্ন

 

 

নেত্রকোণা প্রতিনিধি :আলী আজগর পনির

নেত্রকোণার মদনে উপজেলা পর্যায়ে ০৪ জনকে গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, মাধ্যমিক পর্যায়ে ২ জন ও উচ্চমাধ্যমিক পর্যায়ে ২ জনসহ মোট ৪ জনকে গুণী শিক্ষক হিসেবে এ বছর নির্বাচিত করা হয়েছে।

 

মাধ্যমিক পর্যায়ে দু’জন হলেন- ফতেপুর সৈয়দ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম চৌধুরী ও গোবিন্দশ্রী দারুল উলুম দাখিল মাদ্রাসার সহ-সুপার মোঃ জাকারিয়া মির্জা। আদর্শ কারিগরি ও বাণিজ্য কলেজের জ্যেষ্ঠ প্রভাষক মোঃ শামছুল হক ও আলহাজ্ব মোজাফফর আহমেদ ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মোঃ জাহাঙ্গীর আলম উচ্চ মাধ্যমিক পর্যায়ে গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন।

 

উল্লেখ্য যে, মদন উপজেলায় মাধ্যমিক বিদ্যালয় ১৬ টি, কলেজ (সাধারণ) ৩ টি, বাণিজ্য ও কারিগরি কলেজ ২ টি, দাখিল মাদ্রাসা ৬ টি এবং ফাজিল মাদ্রাসা রয়েছে ২ টি।