রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৭:৩১ পূর্বাহ্ন

শিরোনাম:
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

কেমন আছেন মামা জানতে চায় শ্যামনগর বাসি

এস কে সিরাজ
Update Time : রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৭:৩১ পূর্বাহ্ন

 

 

 

সাতক্ষীরার সুন্দরবন উপকূলীয় শ্যামনগরের গণমানুষের প্রিয় ব্যক্তি ছিলেন আব্দুল্লাহ আল বাকি, তবে সুন্দরবনের জলদস্যু ও চোরা কারবারীদের আতঙ্ক ছিলেন তিনি বটে। তাকে দেখেছি খুব নিকট থেকে সাধারণ অসহায় মানুষের সব সময় সহযোগিতা করে গেছেন তিনি। নিজের এলাকার যে কোন মানুষ বিপদে পড়লে ঝাঁপিয়ে পড়তেন আব্দুল্লাহ আল বাকি মামা। সুন্দরবনের চোরা কারবারি ও জলদস্যুদের কাছ থেকে একাধিকবার সুন্দরবনের কর্ম এত জেলে বাওয়ালিদের ছাড়িয়ে নিয়ে এসেছেন তিনি। মুক্তিপণের দাবিতে প্রায় যখন জলদস্যুদের অপহরণ কার্যক্রম অব্যাহত ছিল তখন তিনি প্রশাসনের সহযোগিতা নিয়ে একাধিকবার বড় বড় জলদস্য বাহিনীকে ধরিয়ে দিয়েছেন প্রশাসনের কাছে। তোরা কারবারিদের বড় বড় চালানো ধরিয়ে দিয়েছেন প্রশাসনের কাছে। এ কারণে তিনি সরকারিভাবে পুরস্কারপ্রাপ্ত হয়েছেন তিনি। সত্যি মামা আব্দুল্লাহ আল বাকির কথা প্রায় সময় মনে পড়ে। অনেক বড় মনের মানুষ ছিলেন তিনি।

হঠাৎ করে শ্যামনগর উপজেলা মসজিদ থেকে মাগরিবের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে তাকে অপহরণ করে নিয়ে যাওয়া হয় । সেই থেকে আজও তার কোন খোঁজ পাওয়া যায়নি। মামা আব্দুল্লাহ আল বাকি কে বলতে চাই আপনি যেখানেই থাকুন ভালই থাকুন শ্যামনগরের মানুষ আপনার জন্য দোয়া করে। গত ২০১২ সালের এই দিনে ২১ সেপ্টেম্বর তিনি নিখোঁজ হয়েছিলেন।

রিপোর্ট এস কে সিরাজ।