শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ১১:৩৩ অপরাহ্ন

শিরোনাম:
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

বিএমডব্লিউ গাড়ি ফেরত দিলেন ওবায়দুল কাদের

Reporter Name
Update Time : শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ১১:৩৩ অপরাহ্ন

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তাকে বরাদ্দ দেওয়া সরকারি বিএমডব্লিউ গাড়িটি ফেরত দিয়েছেন।

বুধবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র তথ্য কর্মকর্তা আবু নাসের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের অনুকূলে সরকারি যানবাহন অধিদপ্তর হতে সম্প্রতি বরাদ্দ দেওয়া বিএমডব্লিউ গাড়িটি (ঢাকা-মেট্টো-ভ-১১-১৯৪৭) তিনি ফেরত দিয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিএমডব্লিউ গাড়িটি প্রত্যাহার করে পূর্বের ব্যবহৃত গাড়িটি বরাদ্দ প্রদানে মন্ত্রীর দপ্তর হতে সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনার বরাবর পত্র পাঠানো হয়েছে।

এছাড়া বিএমডব্লিউ গাড়িটি বরাদ্দ প্রদানে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।