বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৫:২৪ অপরাহ্ন

শিরোনাম:
বিএনপি-জামায়াত নির্বাচনী জোট নিয়ে কী ভাবছে এনসিপি? মেঘনায় ২ দিনেও ডোবা লাইটার জাহাজ উদ্ধার হয়নি পুতিনের সাথে বৈঠক করে অযথা সময় নষ্ট করতে চাননা: ডনাল্ড ট্রাম্প ১৫ সেনাকর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল মেঘনায় সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে মুক্তিযোদ্ধার স্ত্রীকে প্রতারণার অভিযোগ শ্যামনগর পার্শ্বেখালী ব্রীজ এলাকা থেকে ৪৫ কেজি হরিনের মাংস আটক করলো কোষ্টগার্ড শ্যামনগর উপজেলা যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা-২০২৫ অনুষ্ঠিত  শ্যামনগরে উচ্ছেদ অভিযান অব্যাহত নিরাশ্রয় হয়ে পড়লো কয়েকশ” ভুমিহীন পরিবার শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে গণসমাবেশ শ্যামনগরে নানা  আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫ পালিত হয়েছে 
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশের ব্যারিকেড

Reporter Name
Update Time : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৫:২৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক মদনপুর এলাকায় কাঁচপুর হাইওয়ে পুলিশ বাঁশ ও অন্যান্য সরঞ্জাম দিয়ে ব্যারিকেড দিয়েছে। চলমান লকডাউন চলাকালীন অবস্থায় রবিবার দুপুরে মদনপুর মহাসড়কটি ব্যারিকেড দেওয়া হয়। হাইওয়ে পুলিশের সদস্যদের বিভিন্ন যানবাহন তল্লাশি করতে দেখা যায়। বিনাপ্রয়োজনে যেসব যানবাহন মহাসড়কে উঠছে তাদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে আইনগত ব্যবস্থা। লকডাউনের মধ্যে ২০০ টিরও বেশী মামলা করেছে কাঁচপুর হাইওয়ে পুলিশ। থ্রী হুইলার, সিএনজি, মোটরসাইকেল, অটোরিক্সা মহাসড়কে উঠার দায়ে তাদের বিরুদ্ধেও নেওয়া হচ্ছে আইনগত ব্যবস্থা। কাঁচপুর হাইওয়ে পুলিশের গুরুত্বপূর্ন ৩টি স্থানে রয়েছে চেকপোস্ট। চেকপোস্ট গুলো হলো কাঁচপুর চাঁদমহল সিনেমা হলের সামনে, মদনপুর চৌরাস্তা ও মেঘনা টোল প্লাজার সামনে। কাঁচপুর হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন, সরকার সারাদেশে লকডাউন ঘোষনা করেছে। পণ্যবাহী ও ইমার্জেন্সি যানবাহন ছাড়া কোন ধরনের যানবাহন বিনাপ্রয়োজনে মহাসড়কে উঠলে আমরা সেসব যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করছি। ইতিমধ্যে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ২০০ টির বেশী মামলা করা হয়েছে এবং ৩ টি পয়েন্টে আমাদের চেকপোস্ট বসানো হয়েছে। লকডাউন কার্যকর করতে কাঁচপুর হাইওয়ে পুলিশ কাউকে ছাড় দিচ্ছেনা। কাঁচপুর হাইওয়ে পুলিশের পাশাপাশি হাইওয়ে কমিউনিটি পুলিশের স্বেচ্ছাসেবীরাও মহাসড়কে লকডাউন কার্যক্রমে সহযোগীতা করছে।