শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ০৩:০২ পূর্বাহ্ন

শিরোনাম:
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

প্রতিপক্ষের হামলায় শ্যামনগর হাসপাতালে চিকিৎসাধীন ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

ভয়েস অফ সুন্দরবন
Update Time : শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ০৩:০২ পূর্বাহ্ন

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন

 

প্রতিপক্ষের হামলায় আহত ভুক্তভোগী পরিবার আইনের সহায়তা চেয়ে প্রসাশনের হস্তক্ষেপ কামনা করে শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে এক সংবাদ সম্মেলন করেন হাসপাতালে চিকিৎসাধীন পরিবার টি।

এ সময় লিখিত সংবাদ সম্মেলনে বলেন,আমি জাহাঙ্গীর হোসেন (৪০), পিতা- মোঃ আঃ জলিল সরদার, সাং- কালিকাপুর, খানা- কালিগঞ্জ, জেলা- সাতক্ষীরা,আমার প্রতিপক্ষ ১। আয়ুব ঢালী (৪০), ২। আঃ রহমান ঢালী (৩৫), উভয় পিং- মৃত গফ্ফার ঢালী, ৩। মিজানুর ঢালী (৪২), পিং- মৃত আনছার ঢালী, ৪। মুকুল ঢালী (৪১), পিং- মৃত সাত্তার ঢালী, ৫। তরিকুল ঢালী (২০), পিং- মুকুল ঢালী, ৬। মাছুম ঢালী (৩৬), পিং- মৃত মোসেলেম ঢালী, ৭। আমিরুল ঢালী (৪০), পিং- মৃত দুঃখে ঢালী, ৮। হাবিবর ঢালী (৪৫), পিং- মৃত মোজাম ঢালী, সর্ব সাং- কালিকাপুর, থানা- কালিগঞ্জ, জেলা- সাতক্ষীরাগণ এলাকার পরসম্পদলোভী, দাঙ্গাবাজ, আইন অমান্যকারী, চোখলখোর, অবৈধ বালু উত্তোলনকারী সহ বিভিন্ন অপরাধ জগতের একদলীয়ভুক্ত লোক হইতেছে,আমি আইনের প্রতিশ্রদ্ধাশীল ব্যক্তি, এসব কুকৃর্তির বিষয়ে আমি কথা বললে আমার উপর তাহারা শত্রুতা পোষন সহ বিভিন্ন রকম অপরাধজনক হুমকি ধামকি দিয়ে আসছে, তারই ধারাবাহিতকায় গত ০৯/১০/২০২৫ তারিখ দুপুর ১৪.০০ ঘটিকার সময় ঘটনার স্বাক্ষী- ১। আজগর মোড়ল (৩০), পিং-গোলাম মোড়ল, সাং- কালিকাপুর, থানা- কালিগঞ্জ, জেলা- সাতক্ষীরাকে উল্লেখিত ব্যক্তিগণ পাওনা টাকা পাবে বলে তাহাকে জোর পূর্বক ধরে নিয়ে যাওয়ার সময় আমি দেখতে পেয়ে তাহাদের নিকট শোনা বোঝার একপর্যায়ে উল্লেখিত ১নং প্রতিপক্ষের হুমুমে সকল সন্ত্রাসীগণ আমাকে এলোপাতাড়ীভাবে মারপিট করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়,পরবর্তীতে উল্লেখিত সন্ত্রাসীরা বিকাল ১৫.০০ ঘটিকার সময় হাতে লোহার রড, দা, সাবল, হাতবোমা সহ দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে আমার বাড়ির সামনে আসিয়া আমাকে উদ্দেশ্য করিয়া বিভিন্ন ভাষায় গালিগালাজ করতে থাকে এবং সেখানে ১টি হাত বোমা মেরে আতঙ্গ ছড়িয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে, এসময় উল্লেখিত সকল সন্ত্রাসীগণ অবৈধভাবে আমার বাড়ির ভিতর প্রবেশ করে প্রথমে আমাকে এরাপাতাড়ীভাবে মারপিট করে, আমাকে ঠেকানানোর জন্য আমার ছেলে ইমরান হোসেন ঠেকাতে আসলে তাহাকে হত্যা করার জন্য মাথার বাম পাশে রড দ্বারা স্বজোরে বাড়ি মেরে হাড়ভাঙ্গা রক্তাক্ত জখম করে, এসময় তারা একে একে আমার পরিবারের নাজির ঢালী, সাইফুল মোড়ল, আলাউদ্দীন ঢালীকে হত্যা করার উদ্দেশ্যে শরীরের বিভিন্ন স্থানে দায়ের কোপ সহ রড ও দেশীয় অস্ত্র দিয়ে মারপিট করে দারুন জখম করে মৃত্যুবস্থায় ফেলে চলে যায়,তারা আমার মামি রেহানা ঢালীকে এলোপাতাড়ী মারপিট করে শ্রীলতাহানি ঘটায়, যাওয়ার সময় তারা আমার মামাত ভাই হাসান এর বাড়ীঘর ভাংচুর করে আনুমানিক ৩লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করে,আমরা কতক স্বাক্ষীদের সহযোগিতায় কালিগঞ্জ হাসপাতালে গেলে তারা অস্ত্র ও হাতবোমার মুখে আমাদের কালিগঞ্জ হাসপাতালে চিকিৎসা নিতে দেয় নাই এবং কালিগঞ্জ থানায় কোন অভিযোগ দিতে পারিনাই, আমরা তাদের ভয়ে আত্মত্মগোপনে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি হই এবং বর্তমানে শ্যামনগর থানায় চিকিৎসাধীন আছি। আমরা উল্লেখিত ব্যক্তিদের ভয়ে কোন রকম আইনী সহযোগিতা নিতে পারছি না,এ কারনে সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা ভুক্তভোগী পরিবার আইনের সহায়তা যাতে পেতে পারি সে লক্ষ্যে প্রসাশনের জরুরী হস্তক্ষেপ কামনা করছি।

##