শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ০৯:৫৭ অপরাহ্ন

শিরোনাম:
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

দিনে দিনে শ্যামনগরে প্যাথলজ্বির সংখ্যা বেড়েই চলেছে, প্রকাশ্যে পরিক্ষার চার্ট ঝুলানোর দাবী

ভয়েস অফ সুন্দরবন
Update Time : শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ০৯:৫৭ অপরাহ্ন

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন

 

সাতক্ষীরার শ্যামনগর উপজেলাটি দেশের একেবারেই শেষ প্রান্তে অবস্থিত। সুন্দরবন উপকূলীয় এ জনপদে প্রায় সাড়ে চার লক্ষ মানুষের বসবাস। লবনাক্তার বেড়া জালে সাধারন মানুষের মধ্যে নানাবিধ রোগ বালায় লেগেই আছে। এখানে প্রতি সপ্তাহে প্রায় অর্ধ শতাধিক বহিরাগত ডাক্তার এসে রোগী দেখে থাকেন। গরিব দরিদ্র মানুষের সংখ্যা বেশী এ এলাকায়। তবে ডাক্তাদের কাছে নেই কোন। বহিরাগত ডাক্তারদের কাছে কম পক্ষে কয়েকশ” রোগী চিকিৎসা নেওয়ার জন্য এসে থাকে।কিন্তু ডাক্তারী ভিজিটের টাকা পরিশোধ করে চেম্বারে ঢুকলে ডাক্তার সাহেব গ্যাজ গ্যাজ ৪/৫ টি পরিক্ষা লিখে পাঠিয়ে দেন প্যাথলজ্বিতে। এবার ইচ্ছেমত প্যাথলজ্বি গুলো ডাক্তারদের কমিশন চিন্তা করে আর নিজের ব্যবসা ঠিক রেখে রোগীর কাছ থেকে হাতিয়ে নেয়া হয় ইচ্ছেমত টাকা। কোন পরিক্ষার কত টাকা ফি এ ধরনের সিটিজেন চার্ট বহির বিভাগে লাগানো নেই। একই পরিক্ষা একেক প্যাথলজ্বিতে একেক রকম খরচ।মানুষ যখন অসুস্থ হয়ে যায় সেটা কে পুজি করে ডাক্তার আর প্যাথলজ্বি ব্যবসাইরা হাতিয়ে নেই মোটা টাকা। মানুষের অসহায়ত্বের সুযোগকে এরা সদ ব্যবহার করে থাকে।তবে দিনে দিনে প্যাথলজ্বির সংখ্যা বেড়েই যাওয়ায় সাধারন মানুষ প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে। তাই তারা প্রসাশনের কাছে দাবী করেছে কোন পরিক্ষার কত ফি সেটা বহিবিভাগে ঝুলিয়ে রাখার।