রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ১০:২৮ অপরাহ্ন

শিরোনাম:
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু !

মোঃ মজিবর রহমান শেখ 
Update Time : রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ১০:২৮ অপরাহ্ন

 

 

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

 

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের ২ আরোহী নিহত হয়েছেন।

সম্প্রতি গত ৪ ডিসেম্বর বুধবার রাত সাড়ে ৮টার দিকে পীরগঞ্জ উপজেলার চাপোর নামক স্থানে এ ঘটনা ঘটে বলে জানান পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম।

নিহতরা হলেন- দিনাজপুরের কাহারোল উপজেলার মুকন্দপুর গ্রামে হারুন অর রশীদের (৪৫) এবং একই উপজেলার ১৩ মাইল গড়েয়া এলাকার আর আব্দুল খালেক (৪৮)। তারা ধান ও ভুট্টার ব্যবসায়ী বলে জানা গেছে। ওসি তাজুল ইসলাম বলেন, পীরগঞ্জ ও দিনাজপুরের বীরগঞ্জ পাকা সড়কে ডিজেল চালিত মাহেন্দ্র ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী হারুন অর রশীদ ও আব্দুল খালেক গুরুতর আহত হন। স্থানীয়রা দুজনকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে হারুন অর রশীদের মৃত ঘোষণা করেন চিকিৎসক।

অপর আহত আব্দুল খালেককে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয় বলে জানান, ওসি তাজুল। তিনি বলেন, ঘটনার পর পর চালক ট্রাক্টর নিয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।