শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০১:৫৮ অপরাহ্ন

শিরোনাম:
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

শ্যামনগরের কালী মন্দিরের স্বর্ণের মুকুট চুরির ঘটনায় মামলা আটক চার

ভয়েস অফ সুন্দরবন
Update Time : শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০১:৫৮ অপরাহ্ন

 

 

ভয়েজ অফ সুন্দরবন এর ডেক্স রিপোর্ট এর বিস্তারিত।

 

শনিবার মন্দিরের বর্তমানে তত্বাবধানে থাকা জ্যোতি প্রকাশ চট্টোপাধ্যায় বাদী হয়ে শ্যামনগর থানায় মামলাটি করেন।

 

শ্যামনগর থানা অফিসার ইনচার্জ তাইজুর রহমান বলেন, মামলাটি তদন্তের জন্য জেলা গোয়েন্দা শাখাকে (ডিবি) নির্দেশ দিয়েছেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহম্মদ মনিরুল ইসলাম।

 

 

এদিকে এক ক্ষুদে বার্তায় উপজেলা নির্বাহী অফিসার সন্জীব দাস

মুকুট চুরির সঙ্গে জড়িত ব্যক্তিকে ধরিয়ে দিতে পারলে প্রসাশনের পক্ষ থেকে বিশেষ পুরস্কার দেওয়ার ঘোষণা করা হয়েছে। স্বর্ণের মুকুটটি যেন বিক্রয় অথবা কোনো স্বর্ণের দোকানে গলানো বা ধরন পরিবর্তন করতে না পারে, সে জন্য দোকানগুলোয় বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

 

 

এদিকে শ্যামনগর থানার দ্বায়িত্বরত কর্মকর্তা তাইজুর রহমান বলেন, মুকুট চুরির ঘটনায় শনিবার মন্দিরের দ্বায়িত্বে থাকা ঢাকায় অবস্থানরত জ্যোতি প্রকাশ চট্টোপাধ্যায় বাদী হয়ে মামলা করেছেন। তবে মামলায় কোনো আসামির নাম উল্লেখ করা হয়নি। মামলাটি তদন্ত করছে জেলা ডিবি পুলিশ।

 

 

এক প্রশ্নের উত্তরে তিনি আরো বলেন, এখনো মুকুট উদ্ধার হয়নি, তবে চেষ্টা অব্যাহত রয়েছে। ব্যাপারটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

 

ওই ঘটনায় জড়িত থাকার সন্দেহে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, রোহিতের সহকারি সঞ্জয় সাহা ,অপূর্ব বিশ্বাস, পরিচ্ছন্ন কর্মী রেখা রানী ও পারুল মন্ডল।

 

 

উল্লেখ্য ২০২১ সালের ২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওই কালীমন্দির পরিদর্শনে এসে নিজ হাতে কালীপ্রতিমার মাথায় সোনার মুকুটটি পরিয়ে দিয়েছিলেন।

বৃহস্পতিবার বেলা পৌনে তিনটার দিকে সেটি চুরি হয়ে যায়।

এদিকে এঘটনায় অন্তরবর্তীকালিন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের দ্বায়িত্বে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন।

 

এ সসয় তিনি বলেন,চুরি হওয়া স্বর্নের মুকুটটি দ্রুত উদ্ধার করা সহ জড়িত ব্যক্তিদের আটক করে আইনের আওতায় আনার নির্দেশ দেন প্রসাশন কে।

 

তবে দীর্ঘদিন ধরে উক্ত কালিমন্দিরের কমিটি কেন্দ্রীক বিরোধ চলে আসছে স্থানীয় সনাতন ধর্মালম্বীদের মধ্যে।

 

যাহা যুব ও ক্রীড়া উপদেষ্টা আসলে ওনার সামনে প্রতীয়মান হয়েছে। অবশ্যই এ দ্রুত নিজেদের মধ্যকার সমস্যা সমাধান করে নেয়ার পরামর্শ দেন উপদেষ্টা।

এতক্ষণ ভয়েজ সুন্দরবন এর সাথে থাকার জন্য ধন্যবাদ।