শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৫:২০ অপরাহ্ন
নিজস্ব সংবাদদাতা সাতক্ষীরা,
সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বড়দল হাট থেকে আগামী কাল বাস চলাচল শুভ উদ্বোধন করা হবে। বড়দল ভায়া আশাশুনি টু সাতক্ষীরা এসে পৌঁছাবে বাস। এতে বড়দল বাসীর দীর্ঘ দিনের লালিত স্বপ্ন পূরণ হতে চলেছে।সুএ মতে জানা যায় তৎকালীন দীর্ঘ 35বছর আগে বুড়িয়া গারামের বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান বড়দল থেকে সাতক্ষীরা বাস চলাচলের জন্য উদ্যোগ নিয়েছিল। কিন্তু কিছু দিন চলাচল করলেও বিভিন্ন কারণে আর এই রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়।আর এই স্বপ্ন পূরণের জন্য বড়দল ইউনিয়ন বিএনপির উদ্যোগ কে স্বাগত জানিয়েছেন। আগামী কাল উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা বিএনপির নেতা জেলা মিনি বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুর রউফ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জেলা মিনি বাস মালিক সমিতির সভাপতি আঃ সোবহান খোকন, উপজেলা বিএনপির আহ্বায়ক আশিকুর রহমান তুহিন, যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার হাসান। অনুষ্ঠান পরিচালনা করবেন উপজেলা বিএনপির সদস্য সচিব জাকির হোসেন বাবু।