শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ০৯:৫৭ অপরাহ্ন

শিরোনাম:
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

বরিশাল নগরীর বিবি পুকুরপাড়ের হিরন স্কয়ার দখল হয়ে গেল 

মোঃ মামুন খান বরিশাল
Update Time : শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ০৯:৫৭ অপরাহ্ন

 

 

 

মোঃ মামুন খান বরিশাল বিভাগীয় প্রতিনিধ

বরিশাল সিটি করপোরেশনের মালিকানাধীন বিনোদনকেন্দ্র পাবলিক স্কয়ার (হিরন স্কয়ার) ব্যক্তিমালিকাধীন সম্পত্তি দাবি করে দখল করেছেন ৫ ব্যক্তি।

 

গতকাল শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ফাঁকা বিবির পুকুর পাড়ে পার্কের গেটে সম্পত্তির মালিক দাবি করে সাইনবোর্ড টাঙানো হয়েছে।

 

এর আগে শুক্রবার ভোররাতের কোন এক সময়ে পার্কের পুরাতন গেট ভেঙে নতুন গেট স্থাপন করা হয়েছে। এমন ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন নগরবাসী।

 

তবে দখলদারদের একজন দাবি করেছেন, এই সম্পত্তি তাদের তা বিসিসি কর্তৃপক্ষও স্বীকার করেছে। এতোদিন দায়িত্বে থাকা আওয়ামী লীগের নেতারা এ সম্পত্তি বিসিসির নামে দখল করে রেখেছিলেন।

 

প্রত্যক্ষদর্শীরা বলেন, বরিশাল নগরীর প্রাণকেন্দ্রের এই পার্কের গেট প্রথমে ভেঙে নতুন গেট স্থাপন করা হয়। তারপর দুপুরে যখন নগরী প্রায় ফাঁকা ছিল তখন ৫-৭ জন ব্যক্তি গেটে তালা ঝুলিয়ে সাইনবোর্ড টাঙিয়ে দেন।

 

কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, এ বিষয়টি আমার জানা নেই। সংশ্লিষ্ট দপ্তর থেকেও কিছু জানানো হয়নি।

 

বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ও বিভাগীয় কমিশনার শওকত আলী বলেন, বিষয়টি মাত্র অবগত হলাম। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।