প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৩, ২০২৫, ১০:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৩, ২০২৫, ১০:১৭ এ.এম
শ্যামনগরে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫ পালিত হয়েছে

ভয়েস অব সুন্দরবন ।। সুন্দরবন উপকূলীয় সাতক্ষীরা শ্যামনগরে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫ পালিত হয়েছে। এ বারের প্রতিপাদ্য ছিল - সম্নিত্ব উদ্যোগ - প্রতিরোধ করি দুর্যোগ।
সোমবার সকাল ১১টায় শ্যামনগরের সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনি খাতুনের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে ভুমিকম্প ও অগ্নিকান্ড প্রতিরোধে মহড়া, র্যালি ও উপজেলা পরিষদ হলরুমে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি রাশেদ হোসাইন, উপজেলা জামাতের আমির মাওলানা আব্দুর রহমান, উপজেলা সমাজ সো কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, বিএনপিনেতা পদ্ধপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আমজাদুল ইসলাম, ভুরুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ হোসেন আলী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল আযম মনির,এনজিও সম্ময়নক আল ইমরান,উপজেলা রিপোর্টার্স ক্লাবের সহ সভাপতি হাবিবুল্লাহ বেলালী সহ সিপিপি কর্মী ও ফায়ার সার্ভিস কর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনি খাতুন বলেন, শ্যামনগর উপজেলাটি একেবারেই সুন্দরবন লাগোয়া,এখানে প্রায় সময় দুর্যোগের মুখোমুখি হতে হয়, এলাকার মানুষের, ঝুর্নি ঝড় আইলা, আম্পানের কথা মনে পড়লে, এ এলাকার মানুষেরা এখনও শিউরে উঠে,দুর্যোগ বিষয়ক সংকেত আসলে তিনি সকলকে সাবধানে থাকার অনুরোধ করেন।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান।
##
Copyright © 2025 cumillarkotha.com. All rights reserved.