রিপোর্ট: জি এম রাজু আহমেদ
নারী শিক্ষার্থীকে শিবির নেতা কর্তৃক প্রকাশ্যে গণধর্ষণের হুমকি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেত্রীদের হেনস্থা এবং শিবিরের নেতাকর্মীদের দ্বারা সারাদেশে নারী শিক্ষার্থীদের লক্ষ্য করে অব্যাহত সাইবার বুলিংয়ের প্রতিবাদে শ্যামনগর সরকারি মহসিন কলেজ ছাত্রদল বিক্ষোভ ও অবস্থান কর্মসূচী পালন করেছে।মঙ্গলবার (২ সেপ্টেম্বর) এ কর্মসূচীতে কলেজ ক্যাম্পাসে সমবেত হয়ে নেতাকর্মীরা প্রতিবাদ জানান। তারা বলেন, নারী শিক্ষার্থীদের উপর এ ধরনের হুমকি ও অপমানজনক আচরণ সামগ্রিকভাবে নারীর নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। শিবিরের এই ঘৃণ্য কর্মকাণ্ডের বিরুদ্ধে ছাত্রদল কঠোর অবস্থান নিতে বাধ্য হবে।কর্মসূচীতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ইয়াসিন আরাফাত, সিনিয়র সহ-সভাপতি ফারজানা সুলতানা লাকী, সহ-সভাপতি আব্দুল আল মামুন, আবু সাঈদ ও তামিম হাসান। সাধারণ সম্পাদক ছিলেন মাসুদ পারভেজ টোকন।এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ (সদর), সামিউল ইসলাম সামি, ইয়াসিন আরাফাত রোহান, সাংগঠনিক সম্পাদক মোস্তাহিদ আহমেদ আকাশ, সহ-সাংগঠনিক সম্পাদক আশেক এলাহী মুন্না ও জান্নাতুল নাঈম আলিফ, প্রচার সম্পাদক মেহেদী হাসান সোনা, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক তানিয়া পারভীন এবং ছাত্রী বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস মীমসহ অন্যান্য নেতৃবৃন্দও বক্তব্য রাখেন।বক্তারা দ্রুত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান এবং নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।