প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৪, ২০২৫, ১০:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৬, ২০১৮, ৫:৫৫ পি.এম
ভূঞাপুরে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ভূঞাপুরে এক সাংবাদিকের ওপর মাদক ব্যবসায়ীদের হামলার প্রতিবাদে রবিবার মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে এলাকাবাসী।জানা গেছে, মাদক ব্যবসার প্রতিবাদ করায় দৈনিক আমার বার্তার স্টাফ রিপোর্টার হাবিব মোরশেদ তালুকদারের ওপর গত ৮ জুলাই মাদক ব্যবসায়ীরা হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। এ দিকে হামলার ঘটনার প্রতিবাদে এবং মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের দাবিতে উপজেলা চত্বরে মানববন্ধন পালন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেছে এলাকাবাসী।
ওসি আব্দুস ছালাম মিয়া জানান, সাংবাদিকরে ওপর হামলার ঘটনায় ভূঞাপুর থানায় একটি জিডি হয়েছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Copyright © 2025 cumillarkotha.com. All rights reserved.